নোয়াখালী সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট , বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী শিক্ষাক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের হাতে কলমে বাস্তম মুখী শিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করে গড়ে তোলা। প্রতিষ্ঠানটি সু-দক্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আসছে। এমতাবস্থায়, দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করা ও দেশের আপমর বেকারত্ত্ব নিরসনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। এ শিক্ষার ব্যাপক প্রসারের মধ্যে নিহিত রয়েছে গণমানুষের অর্থনৈতিক মুক্তির মূলমন্ত্র। আজ সময়ের প্রয়োজনেই এ শিক্ষাকে নিয়ে যেতে হবে তৃণমূল পর্যায়ে, সকল মেহনতি মানুষের দোরগোড়ায়। বাংলাদেশ সরকার প্রণীত জাতীয় শিক্ষানীতি ২০১০ এ কারিগরি শিক্ষাকে যথাযথ গুরুত্ব প্রদান করা হয়েছে।
নোয়াখালী সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এ স্বাগতম এ শিক্ষাকে সম্প্রসারিত প্রয়াস চালিয়ে যাচ্ছে।